দর্পন ছাড়া এই পৃথিবীতে এভাবে,
নিজেকে কে দেখেছে কবে !
সাগর সদয় হয়ে, না দেখলে ছবি
ইন্দু কি ভাবে করতো রূপের দাবি !
সে কী জানতো, কতটা সুন্দরী সে নিজে ?
শত শ্রাবনী সোহাগে ভিজে l


ওই গুলিস্থানের বাহারি রূপসী গোলাপ
সহজে সইতোনা ভ্রমরের হুলের আলাপ l
এতো সেই ভাবের আলাপী আয়না
চিরকাল ডাকে প্রাণের আবেগী ভাবনা l
হৃদয় তখনই করে প্রেমের প্রকৃত তর্পন
যখন সাজে কোনো মন মরমী দর্পন l


অনির্বান শান্তারা