যদি ভালোবাসি বলি মিষ্টি হেসে
গলে হয়ে যাও জল !
এ রূপকে জানো স্বরূপ অচেনা
মনের মাঝেই ছল !!


কেউ-ই চেনেনা কাউকে সেভাবে
চেনা অচেনায় চলা !
মন জানলে হবে প্রকৃত জানা
নাহলে বৃথাই বলা !!


হৃদয়ের টান খাঁটি অনুভব
নাড়ীর টানের মতো !
বিরহ আগুনে এ-মন পুড়লে
ও মনেও হবে ক্ষত !!


বাহুর মালায় সাথীকে সাজিয়ে
একসাথে পথ চলা !
মনের জোয়ালে মন বাঁধা নেই
বেসুরে মেলাই গলা !!


আমার মুখটা ঠিক আমি নয়
হাত-পা গুলোও তাই !
বুকের গভীরে আসল আমিটা
তোমার তোমাকে চাই !!


কত স্বপ্নের ঘর বেঘোরে ভাঙে
বাঁধনই ছিল সস্তা !
মনের মহল মাড়ায়নি পা
মন বাঁধলেই রিস্তা !!


অনির্বান শান্তারা