যন্ত্রণার কোনো রং নেই, চোখের জলের মত
যার হৃদয়ে জ্বলন; তার মনেতেই ক্ষত l
পোড়া দৃষ্টিতে পৃথিবীর বুকে, রোজ কতোকি দেখি
সত্যি দর্শন বড় দুর্লভ, বেশি ভাগটাই  ফাঁকি !
বুকের বাগানে গোলাপ ছাড়া আছে চোরাবালির ফাঁদ
সঙ্গে চললে চলন ভালো, গভীরে চললে কাঁদ !
আজও কেঁদে যায় উদাসী বাতাস গোপনেই কানে কানে
কিদেবো তোমায় শুনতে চেয়েছি ভুলো প্রাণে !
স্বার্থের রূপ চির মায়াবী; চিরকাল ছিল তাই
কিছু পাগল তবুও বলে- শুধুই তোমাকে চাই !
বিনে পয়সার হাসিটা হারায়, হীরের চমক দেখে
সামলে নিয়ে সহজ হওয়া, বলবে কি  লোকে !
রক্তের দাগ; কালো হয়ে যায়, বেদনার অভিমানে
আমার সঙ্গে আমার তর্ক শুধু আমিটাই জানে l
নীরব সময় নির্বাক হাসে, ধুলো ওড়ার পথে
স্মৃতির ঝোলায় সিকি আধুলি, আজ আমিটাই নেই সাথে !


অনির্বান শান্তারা