প্রেম কতটা খালি হাতে, পাখি ধরার মতো
প্রেম কখনো বাধ্য; কখনো দূরারোগ্য  অবাধ্য ক্ষত !
প্রেম বাতাস; যতটা ইচ্ছা, ভালোবেসে থাকে ঘিরে
ধরতে গেলেই ধোঁয়া শুধু শূন্যতা আছো ধরে l


কখনো নাগরদোলা পোড়া প্রাণ ঝাল-পালা
তবু জড়িয়ে আছে মজা, তাই হৃদয় উতলা l
প্রেম যেন; ঝালে পোড়া ঝাল কড়াই
তবুও বুকের বাসনা, কে বলবে তাকে বালাই !
প্রেম খিদের পরে খাওয়া, আর খাবার
পরেও খিদে
চির গোলকধাঁধার পথ, তবুও লাগবে সিধে !
খিরের থেকেও মিষ্টি, লঙ্কার থেকে ঝাল
সে তেঁতুলের থেকে টক, তাইতো জিভে জল !
সে গোলাপের থেকে রূপসী, চাঁদের সেরা হাসি
হোকনা হাজার ব্যত্যয়, খরার বুকেই বানভাসি l
যেন শুকোতে দেওয়া আচার, চুরি করে খেতে বেশ !
প্রেম দুরন্ত রাস্তা, ভুল হলে সব শেষ l


প্রেম নির্জনতায় কাঁটা, আবার ভিড়ের মাঝেও ভয় !
তবু যেমন ভাবেই হোক, হলেই হাসবে জয় l


অনির্বান শান্তারা