প্রলয় আসুক, যত- হৃদয়হীনের হৃদয়ে !
ভেঙে চুরমার হোক মিথ্যা স্বপ্ন l
যাযাবর মন হয়ে যাক- কলুর বলদ
আর, কপট কান্না হোক আর্তনাদের পূর্বাভাস !
আসলে- সহনশীলতার মাত্রা ভাঙছে, তাই .....
তীরে বসে সাগরের গভীরতা মেপোনা,
ভুল হয়ে যাবে জীবনের যাত্রায় l
পরজীবি প্রাণ কেমন করে বুকের রক্ত খায়
তুমি জানোনা, তাই ........


রূপের বিকিকিনী চলছে- হৃদয়ের হাটে !
তুমিও নিলাম হবে, মেকির মোহরে !
শরীরের দোলনে ভুমিকম্ফ হবেনা
হবে- লোলুপের হৃদকম্ফ !
মনের ময়ূখ বোঝেনা অন্ধরা, তাই ........
রঙিন ধারণার জগতে, জ্ঞানের বাণী-
এক টুকরো বিবর্ণ বিস্বাদ l
পাগল ভাববে প্রিয়রা, আর- দূরত্ব বাড়াবে সময় !
আসলে এখনো; পৃথিবীর চারপাশে সূর্য্য ঘরে, তাই .......


তুমি চেনো না লায়লাকে
গল্প শুনেছ -দিল দরিয়ার ,
বিশ্বাসের ঘাসে যদি হাঁটতে পারো
যদি শেষ নিঃস্বাসে বিশ্বাস করো, তাহলে-
আমি সত্যি আছি, নাহলে কই  ?  
দেখার দৃষ্টি নেই,  তাই ......


অনির্বান শান্তারা