তুমি কেমন বলবো ?
আসলে ভয় হয়- সত্যরা বড়ো নিষ্ঠুর
জানেনা মন রাখতে !
সত্যি করে বলতো ? মন কি রাখা যায়
ঠিক ফ্রিজে খাবার রাখার মতো, বা -
ফুলদানিতে ফুল রাখার মতো !
আসলে আমি পুরোটাই- আগোছালো পাগলাটে !
কিছুই নিজের মতো রাখা হলোনা জীবনে l


জানি তুমি বিশ্বাস করবে না  -
তবু সত্যি শুনবে ?
ওই চাঁদটা একদিন আমার একার ছিল
আর বাতাস গান শোনাতো জীবনের ....
কত সাধারণ তুমি, ভিড়ে হারালে -
আমি ক্লান্ত হই খুঁজতে... খুঁজতে ....
সূর্য স্বাক্ষী কত সম্ভবনা ছিল, আগামীতে
কালো কয়লার সমাজে; হীরে হওয়ার
ব্রত, সম্পূর্ণ বিড়ম্বনা
ঠেকে শেখা আর শিখে ঠেকা এক নয়
এক নয় জন্মের সাথে সাথে মৃত্যু উপহার !


শুধু ভালো-বাসা বোঝো, তাই -
আমার বাইরে বুঝতে চেয়েছো বুনিয়াদ !
পোক্ত প্রাসাদ ছিল পাঁজরের আড়ালে ...


আজও কেঁদে যায় বস্তু ঘুঘুরা
কারাগার তবু পূর্ণ !
ধর্মের নামে, অর্থের নামে- বিশ্বাস বিক্রি হয়
বিবেকের হাটে ..........
মৃত আত্মারা মিছিল করে, তোমার আমার মাঝে !
নির্বাক আমিত্ব আজ মিছিলের অংশ l
হাজার তুমিরা আজও দর্শক  ......


অনির্বান শান্তারা