আজ পিতা হয়েছি, হয়তো তাই-
পিতার মমতা বুঝি !
আমার পিতার হারানো মমতা
হৃদয় হাতড়ে খুঁজি !!


চিরকাল ধরে চলবে একই
মন মেলানোর মেলা !
স্নেহ মমতার বিরহ-মিলনে
পালা-বদলের খেলা !!


আজও এ-মন শিশু হয়ে যায়
মনের মাঝে গোপনে !
স্নেহ খুঁজে ফেরে ফেলে আসা মন
কালের অন্ধ গহীনে !!


বুকের বাগে উদাসী হওয়ার
মন খারাপের ডাক !
বদলের সুরে বলছে আমায়
নতুন রূপেই থাক !!


বুকের ভিতর জড়িয়ে ধরেছি
আমার সোনা ধন-কে !
তুমিই যেন-গো জড়িয়ে ধরেছো
আমার ছোট্ট মন-কে !!


যখন সন্তান ডাকে আধো-আধো-
মধুমাখা স্বরে- 'বাবা !'
আমিও আড়ালে ছেলে হয়ে যাই
তোমাকে ডাকছি বাবা !!


অনির্বান শান্তারা


*** আসরের শ্রদ্ধেয় কবি- কবীর হুমায়ূনের লেখা "বাবার হৃদয়" পড়ে
অনুপ্রাণিত হয়ে এই কবিতা .......