এমনিতে হলোনা আসা ...
তাই- এসো অবসরহীন কাঠফাটা রোদ্দুরে
সুখটান হয়ে বিড়ির ধোঁয়ায়, হৃদয়ে-
ধোঁয়াশা ভরা ব্যথার নির্জন অলিন্দে !
নিয়ে যেও ঘামেভেজা শরীরের সান্ত্বনা উপহার ......


এমনিতে আর আসা হবেনা
তাই এসো ঘুমকে ঘুমোতে বলে নির্ঘুম রাতে, চোখের তারায় !
নিয়ে যেও জাগ্রত স্বপ্ন উপহার ....


আমার চলার পথে চিরকাল কাঁটার স্নেহ
ওরা রক্তাত্ত চুম্বন আঁকে পায়ের তলায়
তবু তুমি এসো পথ প্রান্তরে-
নিয়ে যেও ক্লান্ত প্রাণের অক্লান্ত ভালোবাসার একগুচ্ছ হাসি উপহার ....


আসার আশায় অন্তহীন অপেক্ষার প্রহরের হবেনা অবসান
তাই, এস-
গোধূলির শেষে ঘরফেরা মনে ঘর বাঁধার ইচ্ছা হয়ে
নিয়ে যেও সংশয়ের বুকে আকাঙ্খা উপহার .......


হয়তো কোনো ভাবেও আর আসা হবেনা
তাই শেষ বার এসো সোহাগের উত্তাপ নিয়ে
আমার চিতায় -আগুন হয়ে l
সমর্পনের শয্যায় আমি উদগ্রীব-
স্পর্শ পাবো বলে, অন্তিম ছলে !
নিয়ে যেও আত্মসমর্পণ উপহার ...


অনির্বান শান্তারা