কিছু ভালোবাসা- বড়োই স্বার্থপর !
যদুর সাথে সোহাগ ক'রে-
মধুর সাথে, বাঁধে সুখের ঘর !
কিছু ভালোবাসা সত্যি স্বার্থপর !!


কিছু ভালোবাসা- মুগ্ধ আলেয়ার আলো
দূর থেকে মনে মধুর লাগে -
কাছে আসলেই হয়ে যায় সব কালো !
কিছু ভালোবাসা সত্যি আলেয়ার আলো !!


কিছু ভালোবাসা চিরকালের চাঁদ !
মায়াবী হাসিতে হৃদয় মুগ্ধ
ছুঁতে চাইলেই প্রানভরে তুই কাঁদ !
কিছু ভালোবাসা সত্যি, চিরকালের চাঁদ !!


কিছু ভালোবাসা অদ্ভুত পক্ষপাত দুষ্ট !
মন্দ-ভালোর হিসাব ধরলে  
পাবেই প্রাণে পথ হারানোর কষ্ট !
কিছু ভালোবাসা সত্যি পক্ষপাত দুষ্ট !!


কিছু ভালোবাসা অবুঝ অভিমানী !
বোঝাতে গেলেই বাড়বে বোঝা -
আবার উদাসীনতায় নীরব আত্মগ্লানি !
কিছু ভালোবাসা সত্যি অবুঝ অভিমানী !!


কিছু ভালোবাসা ভুলের ভীমরুল !
অন্ধ আবেগে করে খেলা
মধু খেয়ে ফোঁটাবে জ্বালার হুল !
কিছু ভালোবাসা সত্যি ভুলের ভিমরুল !!


কিছু ভালোবাসা একদম দূরাশা !
যাকে পেলে আর কিছু লাগে না
মেটে জীবনে- আজীবনের অনন্ত আশা !
সেই ভালোবাসা আজ সত্যি দূরাশা !!


অনির্বান শান্তারা