বেঁচে থাকা মানুষের, মৃত আত্মার শোকে-
মৃত মানুষের অতৃপ্ত আত্মারা; আর্তনাদ করে, চেতনার গভীরে ....
শ্মশানের নিস্তব্দতা সরিয়ে- তাই তোমাকে ডাকি !
এসো, সজীব আত্মার অধিকারিনী হয়ে  
-প্রেম পাবে, প্রেম পাবে অনেক অভাগার  l


কাল থেকে কালের গভীরে, সময়ের-
সুতীব্র সঙ্কট যুগের বুকে l
সুকালের স্বপ্নরা, সত্যি- স্বপ্ন হয়ে গেছে !
দিন কাটে দিনগত পাপক্ষয়ে !
অকালের আতঙ্ক তাড়াতে, তাই ডাকি-
সঠিক সময়ের রক্ষিণী হয়ে এসো
প্রেম পাবে, প্রেম অনেক কপাল পোড়ার !


সমাজের পঁচা ঘায়ে দুর্গন্ধ ভাসে
সুস্থ চেতনারা ভয়ে অচেতন !
অবচেতনের অবগুন্ঠন ফেলে, এসো-
নিয়ে স্বতন্ত্র চৈতন্যের চেতনা l
প্রেম পাবে, প্রেম পাবে হৃদয়ের !


স্বার্থের বাঁকা পথে হারিয়েছে বিবেক
বিকারগ্রস্থ আজ সত্যেরা .....
আকুল আন্তরিক আহ্বানে তাই ডাকি -
শারীরিক সম্ভার থাক
একবুক মানবিক বোধ নিয়ে এসো
প্রেম পাবে, প্রেম প্রকৃত প্রাণের  ......


অনির্বান শান্তারা