সূর্য ডুবছে বলে -
অন্ধকারের আতঙ্কে আর্তনাদ করোনা !
আলোর উদাসী অবহেলায় যারা মৃতপ্রায়, তারাও -
জাগবে নতুন আশার আকাঙ্খা নিয়ে অন্তরে
কর্মক্লান্ত মন বিশ্রামের বাসনায়, দেখো তাকিয়ে
জঠরের যন্ত্রণা মিটলে-ই হাসবে ......


ফুটপাত থেকে লাঠিচার্জ করে
হকার তোলার মত
সময়ের লুকোচুরি খেলা ক্ষনিকের কান্না
একপশলা বৃষ্টির হয়েই ঝরবে l
পুলিশ পালালে, আবার পসরা সাজাবে ....


উপায় নেই! কেন নেই, উত্তর দেবে কে !
কিছু তো থাকে; তাই থাকা, তাই বাঁচা
আসলে জীবনের জটিলতা কুকুরের লেজ ......


কি আসে যায় ! তোমাদের সাম্য খুঁজে
ফেরা ভণ্ডামির ভাবনায় l
চিরকাল দুর্বল ভুল ধরে কুস্তির আখড়ায়
লড়াইয়ে নামলে হয়তো .........


পৃথিবী তুলছে হাই, ঘুমোবে এবার !
জেগে থাকবে, অভাবের অনুভব রাতের
পাঁজরে ব্যথা হয়ে, কথা হয়ে ......


অনির্বান শান্তারা