আসলে সবাই নিজের মতো- চিরকালই ভাববে !
হাজার শেখানো সবই মিথ্যা, গোপন স্নেহেরা কাঁদবে l
কাল মনে হবে- আজকের চলা একদম ভুল ছিল l
সেলাম পেলে মন বলবে পাওনাটা কম-ই দিলো  !
তুমি জানো না শত্রু; তাই, তোমার কারণে লড়াই
শহীদ স্মরণে স্বার্থ করবে- আত্মত্যাগের বড়াই !
কপাল পোড়ারা - কষ্টে, কপালের দোষ ভাববে
পিঠে ভাগ হলে জ্ঞানী নিজের নিয়মে  মাপবে l
ব্যঙ্গ করবে সমাজ আর স্বজন চাইবে মুক্তি
স্বাধীনতা শুধু কাগজে প্রকৃত সক্ষমতাই শক্তি l
হৃদয়ের অনুভবগুলো আর্তনাদে আমাদেরকেই খুঁজবে l
আমার পরে তোমার নাম অন্য কেউ মুছবে !