আসর আমিও ভরাতে পারি
হয়তো কবি নয় !
মুগ্ধ পাঠক শ্রোতা হয়েই
তোমার করি জয় !


কবিতা আমার শুনেই তুমি
বলবে ভালো হেসে !
মন রাখতেই মিথ্যা প্রবোধ
ভুলবো অনায়াসে !!


ভুল ভাবতে বেশি ভালোবাসে
আম জনতার মন !
লেন-দেনেতে থাক ধরা-বাঁধা
টুকরো প্রেমের ধন !!


জনসমুদ্রের চলমান স্রোত  
শান্ত- শ্মশানে; কবরে !
কতকথার কোলাহল নীরব
হবেই কাল-বিবরে !!


মর্যাদাহীন গোপন যন্ত্রনা  
গুরুপাক হয় গভীরে !
কালের কালি লিখবে কবিতা
ইতিহাস হয়ে আদরে !!


অনির্বান শান্তারা