একই হৃদয়; করুণায় সদয়
একই চোখের জল !
হলে ভিন্নধর্ম; মুক্তির কর্ম, কেন-
বেজাত বলবো বল ?


কষ্টের গ্লানি; নয়নের পানি
সব সমান যন্ত্রণা !
ঝড়ের মুখে; বিপদের বুকে-
বন্ধু একই মন্ত্রণা !


রাম নামে কেউ পার লাগবে
জীবন নদীর ভেলা !
আল্লাহ নামে নাচবে যে'জন
সে-জন জীতবে খেলা !!


অন্য নামে ডাকে যারা, যদি
প্রকৃতই ডাক হয় !
নশ্বর প্রকৃতির কাটিয়ে মায়া
পাবেই পরম জয় !!


একই বাতাস; পৃথিবী-আকাশ
একই পশু পাখি !
জ্ঞানের প্রেরণা; বোধের চেতনা
একই চিত্র আঁকি !!


তবুও বিভেদ; সীমানা-প্রভেদ
কিছু মানুষ অন্ধ !
কপট স্বাধীন; করতে অধীন
ভাই-ভাইয়ে দ্বন্দ্ব !!  


হিংসা-লালসা জাগাবে হতাশা
দেখছে একই ঈশ্বর !
সব তাঁর ভক্ত; ঝরিও না রক্ত
দণ্ড দেবেন একেশ্বর !!


অনির্বান শান্তারা