অভিমানে তুমি কালো হয়ে গেছো
সব রং আজ চাপা
বাহারি বর্ণের রামধনু বোধ নীরব, সবুজ হৃদয়  বিবর্ণ
তোমার আমার পৃথিবী বড় ধূসর !
সাদা কালোর খেলায় আমি ছাড়া সবাই নির্মল; শুদ্ধতার প্রতীক  ...


ক্রোধে অন্ধ আত্মা জানে না; ক্ষমার অমৃত আলো
আসলে বন্ধ চোখের সামনে স্বরূপের রূপ অরূপ নিয়েছে যুগ যুগান্ত ধরে
এসো চোখ খুলেই একবার সামনে দাঁড়াতে
যদি যুদ্ধ হয় তাহলে হোক ...


হিসাবের খাতায় সবটাই দেনা,
ভালোবাসাটা সম্পূর্ণ মিথ্যা ভাবনা
শুভেচ্ছা গুলোও একের আগের শূণ্য...