ফেরার সময়; ফেরি করে যাবো, অল্প মূল্যে বহু !
প্রেমের পাওনা কত বাকি ছিল, তবুও ঝরলো লোহু !
অনেক আদর আজও জমা আছে; মনের গভীরে গোপনে
আয় চলে আয়; আপন ভেবে- খেয়ালে খেলবো দুজনে !
জটিল হিসাব সময়ে সহজ; এইতো জীবন গান !
দেখতে চাইলে- দেখাবো যত্নে; অনুভবী মন প্রাণ !
তুই খুঁজে নিস; যে ভাবে ইচ্ছা, তোরই পছন্দ l
নিজের নিবাসে নিখোঁজ আসলে, জাগবে আনন্দ l
একদুই করে এত দিন গেলো, সঙ্গে থেকেও দূরে !
হাত ছেড়ে তুই হারাবি জানি, আসবো যখন ফিরে l
কত কি জমেছে সময়ের স্রোতে চলার পথের বাঁকে l
সঙ্গে চললে সত্যি জানবি, মিথ্যা বলেছে লোকে !
এখনো এ-মনে স্বপ্ন মরে জন্মায় বারবার
হৃদয় হ্রদের বন্দরে মেলা; চলছে বাঁচার কারবার !
কার কাকে চাই শুধু সেইতো জানে একলা
ভিড়ের মাঝেও তাই ভীমরতি, আমার আকাশ মেঘলা l
আজ তোকেই বলছি চোখে চোখ রাখ দেখি !
একটা নতুন ছবি একবার শেষ সোহাগে আঁকি !
রঙের অভাব শিল্পী স্বভাব কখনো হবে না কম !
দেন-পাওনার দ্বন্দ্ব, ঝোলা ভরছে হরদম !