অধরা হাসিরা; ধার করে ধরা থাক
স্মৃতির অধরে শুধু অমলিন আদরে l
আমি ছাড়া কেউ জানবে না তুমি কে ?
নিজে কি জানো ? জানলে জানতে আমায়
লেখা হতো আমাদেরও ইতিহাস l


হেরে যাওয়া মানুষের গল্পে ? না না  
গল্প হয় না কোনো দিন !
জয়ীর গৌরব গাঁথায় শুধু থাকে সিঁড়ির কথা,
থাকে খুশির কথা জিতে নেওয়া সংগ্রামে; রক্তে-
জয়ের মালার কথা
পড়ে থাকে সুলভ সান্তনা, নাম হারা
হতভাগাদের ...


তুমি কে নিজেও জানো না, জানলে
পুড়তে প্রাণে, জ্বালিয়ে পুড়িয়ে সব বিষাক্ত বেদনা l
শহীদের খাতায় নাম হতো দুজনার ...


আমি ! আমি জ্বলে গেছি গোপনে গভীরে বহু বার
হাজার নষ্ট কারণে l
জেগে উঠি পুনরায়; অকাল বর্ষায়
একবারও ধরলে না হাত
হতাশার চরম ঘূর্ণিঝড়ে দাঁড়িয়ে পাশে  
তুমি থাকলে থাকতো ঈশ্বর