উদাসী ওই ডাকে সাড়া দিতেই পারি -
কিন্তু ভাবি,পারবি সারাজীবন বুকে ধরে রাখতে ?
তুই কি জানিস ? তোর কারণে কতো বার -
মন মরেছে ! কেউ জানবে না  
শুধু একান্ত আমি আর আমার অনুভব ছাড়া
আসলে বেশির ভাগ সত্ত্বা উপকারীকেই শত্রু ভাবে সময়ের ঘোলা জলে !
পরজীবির মতো, যদিও ...


চল- কোনো হিসাব ছাড়া হারাবো আমরা,
সৃষ্টির ভূমিতে হোক কর্ষণ l
প্রত্যেক প্রাণের স্বর্ণালী প্রেমে থাকে মৌলিক আকাঙ্খা  
একদম নিজের মতো ...


কোনো স্বপ্নই বন্ধু নয়-
আঁধার ভাঙা রোদের চোখে; চিরকাল !
সংগ্রাম কেবল প্রতিকূলতার সাগর-  
পেরিয়ে, চেতনার সবুজ ঠিকানা পাওয়া l
তারপর- নবজন্মের মতো মৃত্যুও কাঙ্খিত ...