প্রিয়া আগুন হয়ে জ্বলো না
আমি অকালে পুড়বো জানি !
আমায় পুড়িয়ে নিজেও পুড়বে
হবে অযথাই হানা-হানি !!


প্রিয়া অবুঝ শ্রাবন হয়ে ঝরো না
আজ অনিচ্ছায় ভিজবো জানি !
আমায় ভিজিয়ে নিজেও ভিজবে
সমাজ করবে সত্যি সম্মানহানি !!


প্রিয়া আকাশ হয়েই হেসো না
উদাসী নীলিমায় হারাবো জানি !
আমায় হারিয়ে নিজেও হারাবে
পরে কাঁদাবে ঠিকানার হাতছানি !!


প্রিয়া উতলা সাগর হয়ে এসো না
আমি উল্মাদ হয়ে ডুববো জানি !
আমায় ডুবিয়ে নিজেও ডুববে
হবে প্রেমের লজ্জা জনক কাহিনী !!


প্রিয়া ফুল হয়ে পাপড়ি মেলো না
মালি হয়ে হতাশায় মরবো জানি !
আমায় ঝরিয়ে নিজেও ঝরবে
হবে অক্ষয় স্মৃতির চোখে ছানি !!


প্রিয়া মুগ্ধ ভালোবাসা হয়ে এসো
বুক ভোরে ভালোবাসবো জানি !
সুখ-দুঃখে মিলে বাঁধবো ভালো বাসা
হবে প্রকৃত প্রণয় পৃথিবীর মহারানী !