ফিরিয়ে দিতে দাঁড়িয়েছি এসে
ফিরিয়ে নাও ।


তোমার দেওয়া পাহাড়ি ভোর
ঠোঁটের ফাঁকে কুয়াশা ঘোর
ফিরিয়ে নাও।


দুপুর ছাদ ধূসর শাড়ি
একলা জাগা নিঝুম বাড়ি
ফিরিয়ে নাও।


চা রং বিকেল দূরের মাঠ
বুকের ভেতর চিতার কাঠ
ফিরিয়ে নাও ।


সন্ধ্যা ভরা  তারার ডাক
আকাশ প্রদীপ তোমারই থাক
ফিরিয়ে নাও ।


অলীক রাতের মন কেমন
শহর জোড়া ঘোর শ্রাবণ
ফিরিয়ে নাও ।


ফিরিয়ে নিতে দাড়িয়েছি এসে
ফিরিয়ে দাও


ভাঙ্গা বাঁশি আর কবিতা খাতা
জমিয়ে রাখা চিনার পাতা।


পালিত আমার দুঃখ যত
তোমার হাতের আদর পেত ।


রাত দুপুরে সেই যে জাগা
আমার কাঙাল ভালোলাগা।


আমায় শুধু ফিরিয়ে দাও ।