আরে আরে ঐ গুলি দেখতে মাথা বাকা,
এটাই কি কিনেছ জাতি দিয়ে অনেক টাকা।


মানছি আমি কিনেছে জাতি দিয়ে অনেক টাকা,
কিন্তু প্রশ্ন একটাই এর মাঝে কেন লাল সূর্যটা আঁকা।।।


নারে বোকা টাকা দিয়ে নয় কিনেছে দিয়ে রক্ত,,
বাঙ্গালী জাতি এটাই দেখে মনটাকে করে শক্ত।।


মিনারের কাছে গেলে দেখবে তার ছায়া,,
অনুভব করবে তখন লাখো শহীদের মায়া।


কিভাবে দিয়েছে বিলিয়ে তারা তাদের প্রাণ,
একটা নতুন দেশ আর ভাষা করতে আহবান।


মিনারের কাছে বসে সঞ্চার কর শক্তি,
সকল জাতি বাধ্য হয় যেন করতে তোমার ভক্তি।।।
মিনারের দিকে যেই আঙ্গুল তুলবে,
সাথে সাথে তুমি তার কল্লা কেটে ফেলবে।।।


তা যদি না পার শেষ রক্ত বিন্দু দিয়ে যুদ্ধ কর,,
তবু তাকে ছাড়বে না বাঙ্গালীর তরবারি থেকে বাঁচতে ও পারবেনা।।।


৫২তে দিয়েছি প্রাণ প্রয়োজনে আবার দেব,,
বাঁচলে গাজী মরলে শহিদ দুটোর একটাই হব।।


এই শহীদ মিনার বাংলা আর বাঙ্গালির কিনার,,
যা করেছে বিশ্বে বাংলাদেশের ব্যনার।।


বাঙ্গালী জাতি বাংলা ভাষা পৃথিবীতে যতদিন থাকবে,
এই দেশের দামাল ছেলেরা রক্ত দিয়ে শহীদ  মিনার আগলে রাখবে।।।


                        ৪/৪/২০১৭
সময় রাত:১২:৩০মিঃ