আজকালকার জীবনকথা; কি আর বলি ভাই,
প্রাণ তো আছে সব মানুষের, প্রানের মানুষ নাই।
নুতন কিছু ভাবলে হেথায় পাগল বলে তাকে,
বাঁচার কথা বললে ছুটে পালায় মরা লোকে।
ভগবান তো ভাবলে পরে লজ্জা বোধহয় পান,
সখের জিনিষ গড়েছিলেন রাখবে যে তার মান।
কিন্তু হেথায় হচ্ছে যেটা ঠিক এর বিপরীত,
ঝড়ো হাওয়ায় উড়ছে কোকিল গাইছে কাকে গীত।
বেশী কিছু না আর ভেবে আপন তরী বাও,
'যা হচ্ছে তা ভালোই হবে' গীতার এ গান গাও।