আমি ছুঁয়ে যেতে চাই শাখা হতে শাখা,
দিগন্তের শেষ প্রান্তরেখা,
যেথা অম্বর মিলেছে ধরাতলে।
ব্যর্থ মনোরথ।
বোতলে জিনের মতো পুঞ্জিভূত আমার শপথ।


আমি ছুঁয়ে যেতে চাই  শাখা হতে শাখা,
দিগন্তের শেষ প্রান্তরেখা।
পাহাড়ের ঢাল বেয়ে ঝরে যেথা নদী
আকন্ঠ করিবো পান কাছে পাই যদি।
সাগরের ঢেউ ভেঙে দুরদেশে যাই
চাঁদ ছুয়ে ফিরে আসি, যদি তারে পাই।
ব্যর্থ পরিহাস!
কিনারায় এসে ভাঙে যতেক উচ্ছাস।
শিকলের বেড়ি বয়ে ক্লান্ত হয়ে পড়ি,
আশা যতো কালে কালে যায় মোরে ছাড়ি.


আজ থেকে আমি তাই একা হতে চাই
অনেক দূরে কোথাও-
অকারণ যুক্তিহীন দিশা হারা নাও
কোনো সবুজের কোলে
কিংবা ফুলেল ডালে , কিংবা -
নদীতীরে স্থায়ী ঘুমে লিন
ভোরের আলোর উচ্ছাস মোরে জাগাবেনা যেথা কোনোদিন ।


আমার সমস্ত হৃদয় জুড়ে-
একরাশ ঘৃণা,
বেদনা আর আক্রোশ ভরা মন
হৃদয়ের অবিরল অন্ধকারে রেখেছে গোপন ।
বারুদের স্তুপে আমি জ্বলন্ত মশাল
কোনোদিন যদি কভু হয় বেসামাল
তাই নিভে যেতে চাই ,
বেদনার নীল রঙে বিলীন হবো-
কোনো ক্ষতি নাই ।