মন জাগে, প্রাণ জাগে,
জাগে মনে আশা।
নিরব হৃদয়ে তবু ফোটে নাকো ভাষা।
মন ছুটে যায় কাছে,
ধরা পড়ে যায় পাছে,
তাই ফিরে, বারেবারে।
করে যাওয়া আসা।
নিরব হৃদয়ে তবু ফোটে নাকো ভাষা।


দূর থেকে চোখাচোখি,
আনত নয়নে দেখি,
তবু, দেখে নাহি সাধ মিটে ফিরে ফিরে চায়,
মনের মাঝারে ঝড় এলোমেলো বায়।


কতো কি যে যাই লিখে,
খাতা ভরে ছবি এঁকে,
জীবনের কোন মানে রয়েছে কি নাই,
তোমারি কল্পসুখে সব ভুলে যাই।


তারপর ধীরে ধীরে একদিন যবে,
কথার আদানপ্রদান হয়ে গেল সবে।
সে যে কি সুখ ছিলো,
নিশুতির ভোর হলো,
কতো কি যে বলে যাই শেষ নাহি হয়,
রাত শেষ হয়ে যায় কথা বাকি রয়।


ছোট ছোট যে কথার নেই কোন মানে,
সে কথায় কতো সুখ, পরিতোষ আনে।
শ্বাসের শব্দ শুনি ঝুমকোর তান,
ফোন হতে কিছুতেই সরে না যে কান।


আরো আরো আরো দাও,
               যতো আছে নিয়ে নাও,
দিয়ে নাহি শেষ হয় নিয়ে নাহি পুরে,
সময় সমুদ্ররাশি যায় সরে সরে।


একটু একটু করে হলো কাছে আসা,
আঙুলে আঙুল ছুঁয়ে গেলো ভালোবাসা।
তারপর কি যে হলো হঠাৎ আগুন,
কাঁপাকাঁপা ঠোঁট গাল শরিরে  ফাগুন।
প্রতি অঙ্গ প্রতি অঙ্গে চিনে নিতে চায়,
মরুর তৃষ্ণা যেন সাগরে মিলায়।


শিশিরের সব রাত শেষে,
ঊষ্ণ আলোয় যায় মিশে,
ঘাসে ঘাসে লেগে থাকে শেষ ধুলিকণা,
সব পাওয়া শেষ হয় সব আনাগোনা।


সবশেষে যাহাকিছু বাকি পড়ে রয়,
শুরু হয় পথ চলা, প্রেম যারে কয়।
তখন জীবনের তরে বাকিসব ফিকে মনে হয়,
পাশাপাশি থেকে যায় দু'জনার দুইটি হৃদয়।