সকাল বেলা ঘুম ভাঙলো মিষ্টি পাখির গানে,
এবার তবে উঠতে হবে নুতন দিনের টানে।
জানালা খুলে তাকিয়ে দেখি সূর্য সোনা রোদে,
ছড়িয়ে গেছে মুক্তো মাণিক পাহাড়ি ওই নদে।
মেঘের ভেলা আকাশ জুড়ে সাদা নীলের মেলা,
পুকুর মাঝে কচুরিপানায় ছোট্ট ব্যাঙের খেলা।
ফুলে ফুলে ভ্রমর ওড়ে তিতলি রঙীন পাখা,
মৃদু মৃদু শীতল হাওয়ায় দোলে গাছের শাখা।
স্বচ্ছ বায়ুর শীতল ছোঁয়ায় মন ভরিয়ে নিচ্ছি শ্বাস,
টলটলে এক শিশির নিয়ে খেলছে দ্যাখো নবীন ঘাস।
মুক্ত হাওয়া মুক্ত সকাল ভরায় খুশির সিন্ধু।
সুখের ভেলায় জগৎ ভাসে দুঃখ নাই এক বিন্দু।