নিঃশব্দ!
একাকি, অন্ধকার।
হিমময় একমুঠো বালু,
হিমময় এক নিথর দেহ-
আর গুটিকতক অরণ্য।


আমি জানিনা কি এর মানে।


শুধু একটা স্বপ্ন আমাকে রোজ-
রোজ আমার ঘুমে, একাকিনী!
একা আমি,
আমার স্বপ্ন আরো একা।


ঘুম ভাঙ্গা চোখে মাঝে মাঝে চাঁদটার দিকে তাকাই,
এক অনির্বাণ সত্য ঝলসে ওঠে আমার চোখের তারায়।
কানের কাছে ফিসফিস করে কথা বলে বাতাস।
একাকি বাতাস!


আমরা সবাই একা,
তবুও কেন জানিনা,
তোমার একাকিত্বের মাঝে আমার একাকিত্ব
বড়ো ফিকে লাগে।
মনের অগভীর সমুদ্রের তলায়,
হৃদয় জুড়ে তোমার একাকিত্ব বাসা বাঁধে।


নিঃশব্দ একাকি অন্ধকার,
হিমময় একমুঠো বালুর মতো,
হিমময় আমার নিথর দেহের মাঝখানে
তোমার আর আমার একাকিত্ব
শুধু তোমার একাকিত্বে বদলে যায়।