অনেক সয়েছি, শুনেছি অনেক
                               অতি বড়বড় বুলি,
অসীম আকাশের স্বপ্ন দেখানো
                             পরে সব যায় ভুলি।
অতি সাধারন মোরা জনগন
                           তোমার দাবার চালে
পিছে পড়ে থাকি সব কিছু ফাঁকি
                            মিথ্যে আশার তলে।


অনেক হয়েছে শুনে রাখ সবে
বঞ্চিতদের বিপ্লব হবে
           তাকিয়ে দেখ পশ্চিমে লাল গোলা,
আঁধারের মাঝে সব লাল কালো
হিসেবের খাতা এইবার খোলো
             বারুদ বুকেতে ধরে গেছে জ্বালা।
কঠিন আমি কঠোর হয়ে ,
আছড়ে এবার পড়বো গিয়ে,
           শেষ হবে গো তোমার লীলাখেলা ।
নিজেকে নিজে চিনলে নাকো,
শুধুই ঢোল পিটতে থাকো,
          ভেবো না আমি সহজ ভোলাভালা।
আমি এক হাতে তে সৃষ্টি করি,
অন্যহাতে রাশ টা ধরি,
                বিনাশ আমার অঙ্গে ঘনীভূত ।
মহাকালের নাচন যবে,
উঠবো নেচে তোমার ভবে,
               ধুমকেতু এক কক্ষ হবে চ্যুত।
আমি সাধারণ, জনপদে চলি
রক্ত দিয়ে খেলি না হোলি,
                  মানবতাই আমার পরম ধর্ম,
কখনো যদি পরশুরাম হয়ে,
সামনে আসি না কুঠার নিয়ে!
            চিরে দেবো তোর সকল ভন্ড বর্ম।
আমি সয়েছি বলেই সয়ে যাবো ভেবে,
তোদের নাচন বেড়েছে ভবে,
           হিঁচড়ে নামাবো সাতমহলার তাজ,
শান্তির বাণী কহি-শুনি বলে,
আমারে ঠকাবি তোরা অবহেলে,
             সাবধান হও এবার পড়িবে বাজ।