অপেক্ষাতে কাল কাটিয়ে দশটি বছর পর
সপ্তমেতে বেতন আয়োগ বিঁধলো বুকে শর।
স্বপ্ন আশা টুকরো করে গড়লো এমন নীতি
দেখে রে ভাই কর্মচারির ফাটলো বুকের ছাতি।
আশা ছিলো শতদলের প্রভাব হবে জোর
ভাবিনি ভাই স্বপ্ন সুখের আসবে এমন ভোর।
মিডিয়া তো তিল কে নিয়ে তাল গড়াতে পটু
অশোক বাবু চাঁদ দেখিয়ে কপালে দিলেন টুটু।
শুরু থেকেই জনগনের চক্ষু চড়কগাছ
জ্বলছিল সব ভীষণ জ্বালায়, পত্রকারের আঁচ।
গনতন্ত্রের তন্ত্র এমন অঙ্গ চুলোয় যাক
শরীরটা তোর তেল মালিশে সজীব করে রাখ।
কেটলি নিয়ে রাজনীতি আর ধর্ম নিয়ে দেশ
সংসদেতে চেয়ার ভেঙে খেলছে সবাই বেশ।