সৈনিক মানে বেয়নেটে ধার
         বারুদের ছড়াছড়ি।
সৈনিক মানে বুকে চাপা ক্রোধ
         ক্ষমতায় হাতকড়ি।
সৈনিক মানে জনগন মারে
         লাথ ঘুসি আর চড়,
সৈনিক মানে মস্তিষ্কহীন
         মাথা বয়ে যায় ধড়।
সৈনিক মানে প্রয়োজনকালে
        দেশপ্রেমে হাবুডুবু,
সৈনিক মানে বেতন নিয়েছি
        তুমি আজ তাই প্রভু।
সৈনিক মানে তোমার পরীক্ষা-
        ধৈর্য্য সহনশীল।
সৈনিক মানে আবেগহীনতা
       মনের দরজায় খিল।
সৈনিক মানে আমাদের ভাই
         আমার ঘরের ছেলে,
প্রতি পদে পদে এইকথাটুকু
         ভুলে যাই অবহেলে।
সৈনিক মানে প্রয়োজনে দেয়
         জীবন আত্মাহুতি,
সৈনিক মানে ক্ষুদ্র প্রাপ্তি,
        দেশের সেবায় ব্রতী।


সৈনিক সে কোথা হতে আসে
        কি বা তার পরিচয়?
সেই রক্তই তাদের শরীরে
      যা তোমার শরীরে বয়।
সৈনিক মরে দেশের জন্য
      সম্মান দাও তারে।
তার ক্ষমতায় দেশের ধ্বজা
       প্রতি সীমান্তে ওড়ে।।