আজি যেন ঘুম ভাঙলো কাদের
আড়মোড়া ভাঙে লাজ,
মাভৈ: মাভৈ: ঐ রণ বাণী
লুটায়ে পড়িছে তাজ।
দীর্ঘ ঘুমের ভোর হয়েছে
কে যেন জেগেছে আজ।
দিকে দিকে ওই ওঠে হুঙ্কার
বিমুঢ় অজ্ঞের কলমের ধার
শানিত হয়েছে তরবারি সম,
নিজেকে চিনেছে আজ।
চারিদিকে তাই এই কোলাহল
পড়েছে সমর সাজ।।
জেগেছে শক্তি নবরূপ ধরে ,
দগ্ধ করিতে অবক্ষয়েরে,
হিম্মত আজি রুখিবে তাহারে!
চুপ। সব ধাপ্পাবাজের দল।
অমৃত আজি উঠিবে হেথায়-
তাই এতো হলাহল।।
বাসুকী অনন্ত সভ্যতা জাতি
মুচড়ে ধরেছে কারে রাতারাতি
ভয় পায়, যেন অদ্রীশ কলাধর!
ঐতিহাসিক বৈদিকে যার শিকড় নিবদ্ধ,
পূজা অর্চনা ধ্যান সংস্কারে যারা নিয়ত আবদ্ধ
ধৈর্যচ্যুতি আজ-
সততা, অহিংসা, সমবেদনার।
দধিচির হাড় হবে নাকো ফাঁকি
দৈত্য দানব রয়ে গেছে বাকি
ভীরু স্বপ্নেরে দুর কর,
পরোয়া কিসের যদি যায় প্রাণ
ভেঙে চুরে সব হবে খান খান
ক্ষণভঙ্গুর জীবনের ডর।
লাল কার্পেটে জমা হওয়া ধুলি
শঠ প্রবঞ্চক মিথ্যের বুলি
যতেক ফন্দিবাজ,
কান পেতে শোন হিমালয় টুটে
সাগরের জল ফুলে ফুলে উঠে
জনতা জেগেছে আজ।