হাসি মুখ
      লেখা সুখ
            মাঝ রাতে আসে।
অবিরত
      কত কথা
           তার হীন ভাসে।

রঙ তুলি আঁচে—

মোহ মায়া
      হল ছায়া
             নাচে মন নাচে।