সোনালী দুপুরে উঠেছে হেসে,
গাছের সবুজ পাতা।
মাতাল বাতাস নাচছে যেন,
দুলছে সজীব লতা।


নীলিমা তোমার বিশাল বুকে,
মেঘবালিকার ছায়া।
পাহাড় সমান দুখের বাঁকে,
দু‘চোখে কাজল মায়া।


ঘাসের মাদুরে বসেছে কত,
শ্যামল সরল মুখ।
জলের কাঁপন দিঘির মাঝে,
লাগছে অজানা সুখ।


আসছে ভেসে অদূর থেকে,
বাংলা গানের সুর।
মাটির ছোঁয়ায় গ্রামের ছবি,
ভাবনা হারায় দূর।