ভালবাসতে মন লাগে
সে মন আমার আছে কই
পঁয়ত্রিশ বসন্ত পরেও ভাবি
আমি ত আর আমার নই


প্রিয়ার কোলে মাথা রেখে
নীল আকাশ দেখেছিলাম
চোখের জল সাক্ষী সেদিন
এক মুঠো সুখ খুঁজে পেলাম


স্মৃতির গোলায় দুঃখ জমা
বর্ণ যুদ্ধে লিপ্ত সৈনিক
সময় নিয়তি করে না ক্ষমা
অতন্দ্র প্রকাশ দৈনিক


আজ বুঝেছি সেদিন প্রকৃত
পেয়ে ছিলাম ভালোবাসা
ঠোঁট ও মুখে সারল্য আঁকা
তোমাতে আমি স্বপ্ন ও আশা