একটা নির্দিষ্ট সময় পার হলে
পুতুল খেলার কথা কে মনে রাখে!
কাজের ব্যস্ততার ভিড়ে
একদিন হারিয়ে যায় মনের অগোচরে,  
পুতুল গুলো অযত্ন অবহেলায়
পড়ে থাকে ঘরের এককোণে
নয়ত ঘরের আবর্জনার সাথে
একদিন ঠিকই চলে যায় ডাস্টবিনে।
  
অবশেষে মাটির সাথে মিশে
পড়ে থাকে পথের ধারে কিংবা নর্দমাতে  
তাই হয়ত তুই ভুলে গেছিস আমাকে,  
তবে আমি মিশে রেখেছি তোকে
আমার প্রতিটি অঙ্গ প্রতঙ্গ হিমোগ্লোবিনে।


একটা নির্দিষ্ট সময় পার হলে
পুতুল খেলার কীর্তিকে কে মনে রাখে!
বড় জোর কেউ কেউ হয়ত শখের খেয়ালে
কোন আবর্তন কালের স্মৃতি ভেবে
সাজিয়ে রাখে সো-পিসের পিছন সারিতে,  
তবে আমি সাজিয়ে রেখেছি তোকে
আমার হৃদয়ের ফ্রন্ট ডেস্কটপে;
একবার একটা হালকা ক্লিক করে
দেখে আসতে পারিস তা কত গিগাবাইট?