আযানের আওয়াজ যে নেয়না কানে
জিন্দা থেকেও তার দেহ মৃত!
তারে আর কে করতে পারে জাগ্রত
শাস্তি বেছে নিল সে নিজেই কাঁধে।


কি উপায়ে হবে তবে পাপ মোচন
নামায শুদ্ধ করে মন ও মনন
নামায উজ্জল করে চারিত্রিক বৈশিষ্ট্য
নামায দৃঢ় করে সামাজিক বন্ধন।


নামায প্রসার করে গুণাবলি মাধ্যম
নামায প্রলুব্ধ করে ধর্মীয় সংযম
নামায আনয়ন করে সুখ সমৃদ্ধ জীবন
নামায প্রথম সারির প্রথম মূল্যায়ন।


নামাযে তাই এখুনি করি মেহনত
রাসুলকে অনুসরণ অনন্য ইবাদত।