আয় তোরা আয় ফিরে আয় গায়
আমার অবুঝ সবুজ শ্যামল ছায়ায়
কোল ভরে দে আবার তোদের ছোঁয়ায়
আগলে রাখবো আমি স্নিগ্ধ মায়ায়।


আমার তো কিছুর আর নাই অভাব
শুধু কিছু দুষ্টু যদি পাল্টায় তাদের স্বভাব
তোরা এলেই সবকিছু হয়ে যাবে ঠিক
আদর্শ সাদৃশ্য ছড়িয়ে পড়বে চারদিক।


আয় তোরা আয় ফিরে আয় গায়
গ্রাম - শহরের পার্থক্য ঘুচে গেছে প্রায়
বিশ্ব এখানেও দুগ্ধ শিশুর মুঠোয়
অরগানিক খাদ্য দ্রব্য গ্রামেই হয়।


আয় তোরা আয় ফিরে আয় গায়
আমার উর্বর কোমল বুকের মাচায়
বিশুদ্ধ আলো বাতাসে ভরে দেবো প্রাণ
নিঃস্বার্থ চাঁদের হাসি পাবি অম্লান।


ফুল আর ফলে তোর ভরে যাবে মন
পাখিদের কলরবে মুগ্ধ যখন তখন
আর কে হতে পারে তোদের এমন আপন
তোরা এসে বাকি স্বপ্ন করে দে পূরণ।


আয় তোরা আয় ফিরে আয় তোর গায়
হাতেখড়ি নিয়েছিলি যে পাঠশালায়
সেই গায়ে তোর একটা স্মৃতি রেখে যা
নাতিপুতি গণ্যমান্য যেনো মনে রাখে তা।


৪র্থ সপ্তাহ, পৌষ' ১৪২৭
২য় সপ্তাহ, জানুয়ারি '২০২১
৪র্থ সপ্তাহ, জুমাদুল উলা '১৪৪২
ভালুকা, ময়মনসিংহ।