তুমি জান না
তুমি কিছুই জান না
আমি আধারে খুঁজি পাই জোছনা,
ভয় পাইনা মেঘের গর্জন বৃষ্টি বন্যা
ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা
সব কিছুকে অতিক্রম করে
পৌছবই পৌছব লক্ষ্য স্হলে
যে কোন কৌশলে ঠিক সময়ে,
আহ্নবান করতে হবেনা আর তোমাকে
মনে করে দিতে হবেনা তারিখটিকে
যদিও কষ্ট হচ্ছে, কাঠ কয়লা পোড়াতে হচ্ছে
তবুও তুমি নিশ্চিত হতে পার এব্যাপারে-
তোমার আমার মহা-মিলন হবেই হবে
বিজয় আমাদের আসবেই আসবে।
তুমি জান না
তুমি ঠিক জান না
তুমি ভয় পেও না
তোমার জন্যে মরতেও দ্বিধা করিনা।।


১৩ পৌষ, ১৪২০
২৭ ডিসেম্বর, ২০১৩
২৩ সফর, ১৪৩৫

আশুলিয়া, ঢাকা।