কি থেকে কি হলো; হয়ে গেলো এলোমেলো
মাঝপথে ভেঙে গেলো সাজানো হাসিগুলো,
অজানা সাগরে ভাসালে আমায় কাঁদালে জোয়ারে।

আমার সরলতাকে পূঁজি করে ভাবছ তুমি সুখী হবে
সে আশা গুড়ে বালি নিজের নামই তুমি যাবে ভুলে
আমাকে ঠকিয়ে দুঃখ কিনলে তুমি অনেক চড়া দামে।


তুমিও জ্বলবে একদিন, বেশি দূরেও নয় সেইদিন  
যেদিন জানবে তুমি আমার জবানবন্দি নিদ্রিত কফিন,
আমি তো জ্বলেছি তোমার দহনে
আর তুমি জ্বলবে তোমার নিজের কারণে।