স্বর্ণালী ধান ছিল মাঠে
রুপালী নদীর তীরে
গাঁয়ের বধু কলসি কাঁখে
আর যায়না ঘাটে।


মাঝি-মাল্লা পাল তুললেও
সুর ভুলেছে দুখে,
নদী প্রতিদিন মরে যাচ্ছে
কালো বর্জ্য ঢলে,
নদী প্রতিদিন ধর্ষিত হচ্ছে
ভূমিদস্যুর অনলে।


মাছের মেলা বিলুপ্ত প্রায়
কুচক্র রোষানলে,
নদী ছাড়া পরিবেশ যে আজ
যাচ্ছে রসাতলে।


কৃষক-মাঝি মাথা থুবড়ে
ভাবছে ঘাটের কোণে
নদী তার জীবন-যৌবন
কি করে পাবে ফিরে?


সবার চেতনা বৃদ্ধি ছাড়া
নেই যে কোনো পথ-
নদী কারো পর নয়,
একার পক্ষে রক্ষা অসম্ভব।


নদী আমার দাদীর মত
নদী আমার নানীর মত
নদী আমার মায়ের মত
দুধে-ভাতে রাখে অবিরত।