হায়রে হতভাগা জাতি পঞ্চাশ বছরেও হলোনা তোর মুক্তি
তোর কপালে আজও জুটলো না স্বাধীনতার পূর্ণ তৃপ্তি
তুই আজও পাকিস্তানের পেত্মাতার অদৃশ্য অপশক্তি!
কলা কৌশলে তোর পায়ে পরা ভারতের কেচকি লোহার বেড়ি!


স্বাধীনতা; তোকে পেতে হলে আরও কত পুড়তে হবে আমার বাংলার মাটি?
আরও কত দিতে হবে নিরবে নিভৃতে তাজা তাজা প্রাণ বলিয়ান-
আরও কত মেনে নিতে হবে গুম খুন ব্যভিচার নির্যাতন নির্বাসন?
মায়ের সতিত্বকে আরও কত করবি তুই অপমান।

স্বাধীনতা; স্বাধীন শব্দটাই আজ শুধু স্বাধীন- প্রকৃত স্বাধীনতা ঘোর পরাধীন।
পুড়তে পুড়তে পাতাল অবধি বাংলার শত মাটি শত খাটি
তবু খাটি হলোনা দেশের রাজনৈতিক মাঠ আর ধর্ম ব্যবসায়ী।

যেদিন সহি-শুদ্ধ হবে নরপিশাচ হিটলার, যুগল দল
সেদিন বাংলাদেশ ফিরে পাবে তার ঐতিহ্য, গৌরব, অহংকার সকল ফল-
যেদিন ছাপবে প্রেসক্লাব; এক ব্যানারে ভাসানি, জিয়া, শেখ মুজিব
সেদিনই বাংলাদেশের আকাশে উড়বে অ্যান্টিমেটার, রোডিয়াম।