তোমার আমার সবার মা
অযুত নিযুত তারকার মা,
শহর বস্তি কিংবা পাড়াগাঁ।


শাঁক কচু মলা যাই রাঁধুক মা
এত তৃপ্তি আর কাউতেই পাইনা,
রাগ অনুরাগ সব অভিমান মা।


সন্তান কভু ভুলে মাকে, মা ভুলেনা-
কোন কিছুতেই মায়ের তুলনা হয়না,
মায়ের দরদ ভালবাসায় স্বার্থ থাকেনা।


শ্রেষ্ঠ মা হতে জাত কুল লাগেনা
মা ছাড়া সৃষ্টি কল্পনায় এনোনা,
সবার কাছে সমসম আপন আপন মা।


সন্তান বাড়ি না ফেরাবধি তন্দ্রা আসেনা
চাতক ন্যায় চেয়ে থাকে খানা খায়না,
তোমার পদতলে আমায় ঠাঁই দিও মা।