সবদিন যাবেনা এক রকম
তোমরা এখন রাখছ যেমন
পরস্পর শুধু থেকনা গরম
বলনা অপরকে দেশ দুশমন
ভাব তবে নিজের সত্যকাহন?


চোখে-মুখে আন লজ্জা শরম
মন ও মননে সুপ্তদীপ্ত পরম
বোধে আন জনগনের মন
লেলিয়ে দিওনা ক্ষমতায়ন,


অহরহ নিওনা অকালে জীবন
সাধারণের হও বন্ধু পরায়ণ
বন্ধ কর অযথা দমন পীড়ন
কেউ নয় পর সবাই আপন
দেশ মাতা সাধারন জনগন।


দোষীকে দিওনা আশ্রয় প্রশ্রয়
ক্ষমা করবেনা তবে সে অন্যায়,
অজগর হয়ে গ্রাসিবে তোমায়!!!


সোমবার
২৯ বৈশাখ, ১৪২১
১২ মে, ২০১৪
১২ রজব, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ