আর সহেনা জ্বালাতন
অপ্রত্যাশিত দাফন অকাফন
তবুও যেন কাঁপছেনা তোর মন,
কেন যেন হচ্ছিস দিন দিন আনমন!
দেখেও যেন দেখছিস না কিছু
অশুভ শক্তি কী ছাড়ছেনা তোর পিছু?


তোর কানে কি যায়না
বিধবা বোনের কান্না,  
তোর পায়ে কি লাগেনা
এতীমের হাত জোড়া
অসহায়ত্বের যাতনা,
তোর চোখে কি পড়েনা
সন্তানহারার বন্যা,
ত্রাস সন্ত্রাসীদের আস্তানা।


সত্যিই কি মনে দোলা দেয়না
আদালতের ঝুলানো মামলা।


তোর মনে কি জাগেনা;
বাংলা মায়ের মমতা-
স্বাধীনতার কামনা বাসনা।।


মঙ্গলবার
৩০ বৈশাখ, ১৪২১
১৩ মে, ২০১৪
১৩ রজব, ১৪৩৫


উত্তরা, ঢাকা