বৈশাখ জৈষ্ঠ্য উত্তাল তাপদাহ
বাউলা হাওয়া অনাবৃষ্টি খরারৌদ্র
জন জীবন যদিও অতীব অতিষ্ট!
শুভলগ্ন আমন বীজতলার জন্য,


কৃষক-কৃষাণির মুখে ব্যস্ত হাসি
ধান কাট, শুকাও তাড়াতাড়ি ...
পলের পুজ দিতে করনা দেরি
পচে গেলে পল, খাবে কি গাভী,


গায়ে যেন লাগছেনা ঘর্মাক্ত খাটুনি
ক্ষণিক মাঝে-মধ্যে মেঘের লুকোচুরি
ধান জড়াও, পল জড়াও, এল বৃষ্টি-
মেঘ সরলে তীব্র রোদের ঝলকানি।


তরমুজ বাঙি সেকাআলু শেষে
বাহারিআম গাছে-গাছে লিচুও পাকছে,
কাঠাল বলছে সব একসাথে এলে
অতিথি কোনটা ছেড়ে কোনটা খাবে,


তাপ উত্তাপে পরিপক্ক সুস্বাদু হয়ে-
কালজাম ডেউয়া কাঠবাদাম নিয়ে,
আসছি, বর্ষাকে ডামাডোলে বরণ করে
কৃষ্ণচুড়াও আছে অপরুপ সেজে গুছে।


বৃহস্পতিবার
০১ জৈষ্ট্য, ১৪২১
১৫ মে, ২০১৪
১৫ রজব, ১৪৩৫


পলাশবাড়ী, গাইবান্ধা