বৃষ্টি ... বৃষ্টি ... বৃষ্টি ...
বিধাতার অনাবিল সৃষ্টি
তাপদাহকে দিয়ে ছুটি,
নিমিষেই দিলে প্রশান্তি।


ঝড় ছিলি, শিল পড়লি
আকাশে খন্ড খন্ড মেঘরাশি
অবশেষে আজ বৃষ্টি হলি,
অনেক পরেই আসলি!
তবুও সাদর অভ্যর্থনা নিবি।


এতদিন তোর হয়েছিল কি
কেন এত দেরি করলি?
এতদিন মা'র ঘুম ভাল হয়নি!
আজ শীতল করলি মাটি
জীবনে আনলি স্বস্তি শান্তি,

জমিনে মিশল ধূলোবালি
স্নিগ্ধ সুবাতাস উপহার দিলি,
আজ গাছগুলোও হাসি খুশি
পাখিরা করছে নাচানাচি-
যদিও ভিজেছে বাসাগুলি।


তোর জন্য দোয়া মাঙি
সময় অসময়ে আসবি যাবি-
রহমতের পয়গাম হবি,
পাপগুলোও ধূবি, মুছবি।।


শনিবার
০৩ জৈষ্ঠ্য, ১৪২১
১৭ মে, ২০১৪
১৭ রজব, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ