বিষ ফোঁড়া করলে নাড়া চাড়া
তাতে বাড়ে আরও ব্যথা জ্বালা,
পারলে গোরা উপড়ে ফেলো-
নয়ত পাকা অব্দি অপেক্ষা করো,
অন্যরোগও হবে নিরাময়-
ফোড়া গললে বিষ চলে যায়।


মাঝ কাজে আঙ্গুল দিয়ে-
অপমানিত হইওনা নিজে নিজে
ফিরাইওনা তাঁকে, যে এগুচ্ছে
সফল হইলেও হইতে পারে,
প্রতিটির ক্রিয়া প্রতিক্রিয়া আছে।


ফুটো নৌকা আরও ফুটো করো
কেউ না চাইলে, বাধাঁ সত্বেও একাই করো
ঘাটেই যেনো তলে যায়, লোক ওঠার আগে
নচেৎ নদীর মাঝে গেলে প্রাণ হারাবে,
সাতাঁর না জানলে নামোনা জলাধার সৈকতে।।


রবিবার
০৪ জৈষ্ঠ্য, ১৪২১
১৮ মে, ২০১৪
১৮ রজব, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ