শুধুমাত্র তোমার একটি কথা
ভুলে দিতে পারে সব ব্যথা,
শুধুমাত্র তোমার একটুকু দেখা;
কাছাকাছি আসা, পাশাপাশি বসা
ধরা দেবেনা, ধরা দেওয়া
শিহরণ জেগে শিহরণ নেওয়া।
অতঃপর নীলখাম আদান প্রদান
মাঝে-মধ্যে দু'একটা টেলিফোন
কাগজের ভাঁজে পাপড়ি নিবেদন,
টিপ লিপষ্টিকের দাগে ছবি অংকন
চোখের জলে অস্পষ্ট পত্র লিখন;
তুমি ছাড়া আজ কাল এখন
লাগে যেনো কেমন কেমন?


রচনাঃ
২৪/০২/১৯৯৬
নারায়ণগঞ্জ


প্রকাশঃ
সোমবার
০৫ জৈষ্ঠ্য, ১৪২১
১৯ মে, ২০১৪
১৯ রজব, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ