আজ বুঝতে পেরে
সেদিনের কথা মনে পড়ছে;
কেনো এক চেয়ারে বসেছিলে টিভি দেখার ছলে
আমার কাঁধে তোমার হাত রেখে-
ঘষাঘষি পায়ে পায়ে, চিমটি কানে
মুখটা ভেংচি কেঁটে কি যেনো বলেওছিলে।


আজ বুঝতে পেরে
সেদিনের কথা মনে পড়ছে;
কেনো তোমার বান্ধবিদেরকে মিথ্যে বলেছিলে
আজ তোরা যা, আমার মাথা ধরেছে-
আমাকে বলেছিলে; মাথাটা দাওনা একটু টিপে
আঙ্গুল গুলোও কেনো যেনো হিসপিস ব্যথা করছে।


আজ বুঝতে পেরে
সেদিনের কথা মনে পড়ছে;
কেনো মাটিতে দাগ দিয়ে আমার কলার চেপে বলেছিলে
আর এক পা এগুবেনা এখান থেকে-
ওড়নাটা ছিলোনা বুকে, ছিলো চোখে, জল গড়িয়েছিলে।


আজ বুঝতে পেরে
সেদিনের কথা মনে পড়ছে;
কেনো আলতো থাপ্পড় দিতে, কথা না বললে
বড়রাস্তা অব্দি পিছে পিছে আসতে-
নদীর ঘাটে অপলক দাঁড়িয়ে থাকতে
আমি যতক্ষন থাকতাম তোমার চোখের সীমানাতে।


আজ তুমি যখন আমায় একটু কাঁদালে!
তখন বুঝতে পারলাম; প্রেম কারে বলে?



মঙ্গলবার
০৬ জৈষ্ঠ্য, ১৪২১
২০ মে, ২০১৪
২০ রজব, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ