বনের ভেতর ঢুকে ইঁদুর
খোকারা এদিক ওদিক দৌড়,
বোকা ছারপোকা ভাবছে সূদুর
একদিন হবে সে বীর বাহাদুর!
যেথায় সেথায় করে ঘুর ঘুর
নিজের আবাস অন্যের মাদুর।


পেচার মাথায় উঠেনা মুকুর
কাকের কন্ঠে নয় গানের সুর,
ছাগলে কভু নয় হরিণের স্বাদ
বিড়ালে অসম্ভব বাঘের বাপ
বাম্পার ফলনে বাম্পার জাত।


মশা মাছির বাড়লে উপদ্রব
ঝাড়ু পেটা নয়ত কীটনাশক,
অলক্ষিতে কুপোকাত নির্ঘাত
সুর্যের ধারে ওঠে ডোবে চাঁদ,
সময়ে মাকড়সাও রোধ করে শত্রুর
যতই হোক ক্ষমতাধর বীর বাহাদুর।।


০৭ জৈষ্ঠ্য, ১৪২১
২১ মে, ২০১৪
২১ রজব, ২০১৪


ভালুকা, ময়মনসিংহ