ভূমিষ্ঠ হয়ে দেখলো শিশু;
মা বিধবা!
রাখি বন্ধনের ঘ্রাণ আজও মূহ মূহ
দুইমাস পর প্রথম বিবাহবার্ষিকী,
আতুঘর ভিজছে অজস্র অশ্রু জল
হাসি কান্না সুখ দুঃখ বেদনার
বিপাকে মা; শেষ চিহ্ন, নব যৌবনা।
দ্বিতীয়দিন যাচ্ছিল পিতৃ নানু বাড়ি
দুর্বৃত্তরা আগলে ধরলো পথ
চাপাতি রামদা কুড়াল কাঁটানল
অতঃপর পেট্রোলে ভস্মিভূত,
সুর্য হারালো কিরণ, অস্তমিত।
শুকিয়ে গেলো পুকুর নদীর মিঠাপানি
ছাড় পেলোনা নোনাজল রিক্সাচালক,
অপরাধ, বিধাতা কেনো দেখালে?
অন্য একটা অপহরন গুম খুন।
নিঃসংশতার উঁচুটান;
আশপাশ জনতার ঢল,
ভারী নিঃস্তব্দ আকাশ বাতাস
ফিল্মের নীরব উলঙ্গ দর্শক
মধ্যযুগীয় বর্বরতাও আজ নতজানু
মুষ্ঠিমিয়তে জিম্মি গোটা সমাজ,  
ভূমি কি করে চুষবে এত মহাপাপ।


বৃহস্পতিবার
০৮ জৈষ্ঠ্য, ১৪২১
২২ মে, ২০১৪
২২ রজব, ১৪৩৫


উত্তরা, ঢাকা